পিরোজপুরে স্বস্তির বৃষ্টি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরে স্বস্তির বৃষ্টি হয়েছে। বরিবার (০২মে) বিকাল পৌনে ৬টায় এ বৃষ্টি শুরু হয়। প্রায় আধাঘন্টা ধরে এ বৃষ্টি স্থায়ী হয়।

স্থাণীয়রা জানান, জৈষ্ঠ্যের প্রচন্ড তাপ দাহ চলছিলো। এ সময় পিরোজপুর সহ দক্ষিনাঞ্চলে কোন বৃষ্টি নাই। তাই জনজীবন অতিষ্ট হয়ে পড়েছিলো। প্রাণীকুল চরম অস্বস্তি বোধ করছিলো। আর বৃষ্টির জন্য পিরোজপুরের ইন্দুরকানী ও সদরে সালাতুল ইস্তেখার নামাজ আদায় সহ মুসল্লিরা আল্লাহর কাছে একপশলা বৃষ্টির জন্য দু’হাত তুলে দোয়া করেন।

সরেজমিনে দেখা গেছ, রবিবার (০২ মে) দুপুর থেকে আকাশ হালকা মেঘলা। এতে তাপমাত্রা কিছুটা কমেতে থাকে। আর বিকাল ৫টা থেকে আকাশে কালো মেঘ ও পরে পৌনে ৬টা থেকে সোয়া ৬টা পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি হতে থাকে।

জেলার সদর উপজেলার শিকদার মল্লিক গ্রামের কৃষক শহিদুল ইসলাম খান জানান, বৃষ্টিতে বোরো ধানের খড়-কুটার সামান্য সমস্যা হলেও তাপ মাত্রা কমে যাওয়ায় জন মনে বেশ স্বস্তি নেমে এসেছে। আজ বিকালে রোজায় কস্ট অনুভাব হয় নি।

এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »