ইউরোপ ডেস্কঃ আজ ৩ মে থেকে অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের দুই রাজ্য রাজধানী ভিয়েনা ও লোয়ার অস্ট্রিয়ার(NÖ)রাজ্যে লকডাউনের পর আজ সমস্ত ব্যবসা-বাণিজ্য ও দোকানপাট খুলে দেওয়া হয়েছে। তবে আবাসিক হোটেল,রেস্টুরেন্ট এখনও খোলা হয় নি। আজ থেকে সমগ্র অস্ট্রিয়ায় রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত কারফিউ বা প্রস্তান নিষেধাজ্ঞা থাকবে। পরিস্থিতির উন্নতির সাপেক্ষে এই নিষেধাজ্ঞাও শিথিল করা হতে পারে।
অস্ট্রিয়ায় ২০২০ সালের ফেব্রুয়ারী মাসের ২৮ তারিখ প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। তারপর মার্চ মাসের মাঝামাঝি থেকে দেশে লকডাউন ঘোষণা করা হয়। গ্রীষ্মের পর সেপ্টেম্বর ও অক্টোবরে শরতের সময় লকডাউন তুলে নেওয়া হয়েছিল। করোনার সংক্রমণের পরবর্তী প্রাদুর্ভাব শুরু হলে নভেম্বরের ২ তারিখ থেকে প্রথমে লকডাউন লাইট ঘোষণা করা হয়েছিল কিন্ত সংক্রমণের বিস্তার না কমায় তা কয়েক দফা বৃদ্ধির পর বর্তমানে এসে শেষ হয়েছে। বর্তমানে সংক্রমণের বিস্তার কিছুটা হ্রাস পেলেও একেবারে শেষ হয়ে ষায় নি।
অস্ট্রিয়ান সরকার বেকার ভাতা ও স্বল্প সময়ের কাজের জন্য দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে বেতনের ৭০ থেকে ৯০ % দিয়ে চালিয়ে আসছেন। সোজা কথায় বলতে গেলে অস্ট্রিয়ান সরকার গত প্রায় এক বৎসর যাবৎ তার দেশের অধিকাংশ মানুষকেই কাজ ছাড়াই খাইয়ে এসেছেন।
অস্ট্রিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছেন যে,অনেক দিন পর আজ দোকানপাট খুলে দিয়ে কর্তৃপক্ষ বিশেষ মূল্য হ্রাসের ঘোষণা দিলেন ভিয়েনা ও লোয়ার অস্ট্রিয়ার বিভিন্ন শপিংমল ও দোকানপাটে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অবশ্য প্রতিটি প্রতিষ্ঠানেই সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য অতিরিক্ত নিরাপত্তা কর্মী নিয়োগ দেয়। অবশ্য এই ভিড়ের জন্য কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। সকলকেই অত্যন্ত শান্ত ও সুশৃন্খলভাবে লাইনে দাঁড়িয়ে কেনাকাটা করতে দেখা গেছে।
সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে অস্ট্রিয়ায় আগামী ১০ মে থেকে করোনার ভ্যাকসিন সকলের জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে। ফলে এখন অস্ট্রিয়ায় বসবাসকারী সকল বয়সের লোকজনই ১০ মে থেকে করোনার ভ্যাকসিনের জন্য নাম লিপিবদ্ধ করতে পারবে।
আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১,০৯১ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৫ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ২১৬ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ১৯১ জন,Steiermark রাজ্যে ১৭৩ জন,OÖ রাজ্যে ১৪৯ জন,Tirol রাজ্যে ১১৯ জন, Vorarlberg রাজ্যে ৯৪ জন,Kärnten রাজ্যে ৬২ জন, Salzburg রাজ্যে ৪৬ জন এবং Burgenland রাজ্যে ৪১ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।
অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ দেশে করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে মোট ১৭,২৯৫ ডোজ এবং এই পর্যন্ত মোট ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৩১,৯৪,২১৯ ডোজ।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,২৩,২০১ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ১০,২৬০ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৯১,৫২৫ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২১,৪১৬ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৪৭৬ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,৫৯৮ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
কবির আহমেদ/ ইবি টাইমস