ভোলা প্রতিনিধি: ভোলায় করোনা কালীন কর্মহীন ও দরিদ্র ২৮ হাজার ৯৫৩ জন দরিদ্র মানুষকে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়কতা দিয়েছেন প্রধানমন্ত্রী। রবিবার (২ মে) সকাল ১১ টায় গণভবন থেকে ভার্চুয়াল সভায়র মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনা ভাইরাসে কারণে ক্ষত্রিগস্থ দরিদ্র অসহায় মানুষদের দ্বিতীয় পর্যায়ের মোবাইল ব্যাংকিং পরিসেবার মাধ্যমে এ আর্থিক সহায়তা দেয়া হয়।
জেলা প্রশাসকে সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, বরিশাল বিভাগীয় কমিশনার, বরিশাল রেঞ্জের ডিআইজি, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ সভাপতি, উপজেলা চেয়ারম্যান গণ ও বিভিন্ন দপ্তর প্রধান। সভায় করোনা কালীন ভোলার বিভিন্ন অবস্থা তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ.তৌফিক ই- লাহী চৌধুরী।
প্রধানমন্ত্রী সুবিধা ভোগীদের মধ্যে বেকার দোকান শ্রমিক বাদল চন্দ্র দের বক্তব্য শুনেন। এছাড়া বরিশাল বিভাগীয় উন্নয়ন ও ডায়রিয়া পরিস্থিতি চিত্র তুলে ধরেন বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল। আর্থিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছে দরিদ্র মানুষরা।
সাব্বির আলম বাবু /ইবি টাইমস