চরফ্যাসন,ভোলাঃ ভোলার চরফ্যাসনে ক্রেতাদেরকে ফল ওজনে কম দিতে ভারী ঠোঙা ব্যবহার করায় ৬ ফল ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২মে) চরফ্যাসন সদর ও চেয়ারম্যানে বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন ও সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস মোবাইল কোর্ট পরিচালনা করেন। ছয় ব্যবসায়ী হলেন, বাবলু, সালাউদ্দিন, আকতার, জহির, আমজাদ, ছালাম ও রিপন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস এছাড়া ২০ মামলায় ৩০ জন আসামীকে ৮ হাজার ২৫০ টাকা জরিমানা করেছেন।
সহকারী কমিশনার (ভূমি) জানান, চরফ্যাসন সদর ও চেয়ারম্যান বাজার বেশ কয়েকটি ফলের দোকানে মবোইল কোর্ট পরিচালনা কালে দেখা যায়, দোকান ভেদে ফল বিক্রয়ের ঠোঙার ওজন ৬০ থেকে ১০০ গ্রাম। ফল ক্রেতাকে ইচ্ছাকৃতভাবে ওজনে কম দেওয়ার উদ্দেশ্যে ঠোঙার নিচের দিকে কয়েক পরতের মোটা কাগজ ও বোর্ড কাগজ দিয়ে ওজন বৃদ্ধি করে সেই ঠোঙাসহ ওজন করে ফল বিক্রয় করা হচ্ছে। এসময় ৬জন ফল ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জামাল মোল্লা /ইবি টাইমস