কাউখালী সাবেক চেয়ারম্যানের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরের কাউখালী উপজেলার প্রথম চেয়ারম্যান কাজী হারুন অর রশিদ ( ৭৭) বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজেউন)।

রবিবার (০২ মে) সকাল ৮টায় তিনি ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।তার জেষ্ঠ্য পুত্র কাজী পলাশ পিতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ।

তিনি জানান,তিনি বার্ধক্য জনিত কারনে গত ২০-২২দিন আগে অসুস্থ হয়ে পড়লে তাকে বারডেম হাসপাতালে চিকিৎসার
জন্য ভর্তি করা হয়।

জানা গেছে, তিনি ১৯৬৪-৬৫ শিক্ষা বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) এর ফজলুল রহমান হলের সাধারন সম্পাদক (জিএস) ছিলেন। তিনি জাতীয়পার্টি (এরশাদ ) এর সাবেক যুগ্ম মহাসচিব ও ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি কাউখালী উপজেলার পর ২ বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৫ পুত্র ও ২ কন্যা রেখে গেছেন।

বরিবার দুপুরে তাকে ঢাকার মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে বলে পরিবার সূত্র নিশ্চিত করেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সভাপতি এসএম আহসান কবির , সাধারন সম্পাদ এইচ এম দ্বীন মোহাম্মাদ, উপজেলা আ’লীগ সভাপতি এ্যাড. একেএম আব্দুল শহীদ,
সাধারন সম্পাদক মনিরুজ্জামান পল্টন প্রমুখ।

তারা তাদের ফেসবুক পেইজে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ সহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »