হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার লস্করপুর চা বাগানে পরিত্যক্ত কুয়া থেকে মোরগ তুলতে গিয়ে দুই যুবক আহত হয়েছে। আহতরা হলেন- লস্করপুর চা বাগানের মাঝইটিলার বাসিন্দা উজ্জল সবর (২৮) সুমন বুনার্জী (২৫)। এরমধ্যে সুমন বুনার্জীর অবস্থা গুরুত্বর।
শনিবার (১ মে) রাত ৮টায় এসব তথ্য নিশ্চিত করেন চা শ্রমিকদের প্রাণের সংগঠন দেউন্দি প্রতীক থিয়েটারের সভাপতি সুনীল বিশ্বাস।
তিনি বলেন, এ খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলামের নেতৃত্বে দমকলকর্মীরা ঘটনাস্থলে এসে চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৭টায় কুয়া থেকে আহত অবস্থায় দুই যুবককে উদ্ধার করে। এর আগে দুপুরে একটি মোরগ কুয়ায় পড়ে যায়। কুয়া থেকে মোরগটি তুলতে গিয়ে একে সুমন ও উজ্জল আটকা পড়ে। আহত দুই যুবককে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
মোতাব্বির হোসেন কাজল/ইবি টাইমস