নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ১০ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার(১ মে) দুপুর পৌনে ১ টায় শায়েস্তাগঞ্জ থানার এস আই মোঃ কাওছার মাহমুদ তোরণ, এস আই মোহাম্মদ জসিম উদ্দিন, এএস আই বিধান রায়,এএস আই এবি সিদ্দিক সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ পৌরসভার দক্ষিন বড়চর গ্রামে অভিযান চালায়। এ সময় ১০ কেজি গাজাসহ মোঃ গিয়াস উদ্দিন আশিক (২৮) কে গ্রেফতার করে।
সে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিনবড়চর গ্রামের মৃত আলাউদ্দিন ফুল মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত গিয়াস উদ্দিন আশিকের বিরুদ্ধে মাদক আইনে মামলাকরা হয়েছে।তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস