পিরোজপুর : পিরোজপুরের মঠবাড়িয়ায় হানজালা নামের ৪ বছরের একটি শিশু পুত্র হত্যার অভিযোগে শিশুটির পিতা নুর নবী জুয়েল মোল্লা (৩৫), সৎ মা শাহানা বেগম (৩০) ও চাচা বেল্লাল (৩৫) এ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (০১ মে)
বিকালে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে ওই একই দিন সকালে ওই শিশু পুত্রটি হত্যার অভিযোগ করে তার নানী হাসি বেগম মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, শিশুটির মা ফাতেমা বেগমের এর সাথে গত এক বছর আগে তার বাবার বিচ্ছেদ হয়। পরে শিশুটির বাবা শাহানা বেগম নামের এক নারীকে বিয়ে করে।
এর পরে শিশুটি তার নানী হাসি বেগমের কাছে থাকতো। কিন্তু গত ১৪ এপ্রিল তার বাবা শিশুটিকে তার কাছে বেড়াতে নিয়ে আসে। পরে শিশুটিকে অমানবিক নির্যাতন করে। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হলে সেখানে না নিয়ে গোপনে হাসপাতাল সড়কের মা ও শিশু হাসপাতালে ভর্তি করেন।
সেখানে তার অবস্থার অবনতি হলে গত ১৫ এপ্রিল তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। ওই দিন রাতের তার লাশ গাড়িতে এনে লাশটি ফেলে বাবা ও সৎ মা পালিয়ে যায়।
মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) আজম মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস