ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পিরোজপুর : পিরোজপুর প্রেসক্লাবের এডহক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে প্রেসক্লাব কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় সংগঠনের বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু’র পরিচালনায় অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী।
এতে মুক্তিযোদ্ধা গৌতম নারায়ন চৌধুরী (বাসস) কে আহŸায়ক ও এ্যাড. এসএম রেজাউল ইসলাম শামীম (ডেইলি ইনডিপেনডেন্ট) কে সদস্য সচিব করে ৯ সদস্য বিমিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন মনিরুজ্জামান নাসিম আলী (ইত্তেফাক), শফিকুল হক মিঠু (জনকন্ঠ), একে আজাদ , এমএ রাব্বানী ফিরোজ ( দৈনিক খবর), ফসিউল ইসলাম বাচ্চু( সমকাল) এবং হাসিবুল ইসলাম হাসান (বিডিনিউজ২৪ডটকম) ।
জানা গেছে, পিরোজপুর প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী প্রতিবছর ৩০ ডিসেম্বর এর মধ্যে এর বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু নানা কারনে গত বছর ওই নির্ধারিত সময় সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয় নি। এ ছাড়া বিভিন্ন অযুহাত দেখিয়ে চলতি এপ্রিল মাসে মাঝামাঝি সময়ে একেক করে ২১ সদস্য বিশিষ্ট সংগঠনের সহসভাপতি , সহ- সাধারন সম্পাদক সহ বিভিন্ন পদের ১০ জন সদস্য পদত্যাগ করেন। ফলে সাংগঠনিক জটিলতা সৃষ্টি হয়।
এইচ এম লাহেল মাহমুদ /ইবি টাইমস