চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ করোনাকালীন সময়ে কর্মহীন মানুষের কষ্ট লাঘবে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার মানবিক সহায়তা কার্যক্রম। কর্মহীন দুঃস্থ,অসহায় এবং ভাসমান মানুষের মাঝে ধারাবাহিক মানবিক সহায়তা বিতরণের অংশ হিসেবে আজ ৩০.০৪.২০২১ খ্রিস্টাব্দে অসহায় নরসুন্দর এবং দুস্থ শিল্পীদের মাঝে ত্রান বিতরণ করেন জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা, মোঃ নজরুল ইসলাম সরকার।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভিন সহ জেলা কর্মকর্তাগন।
ত্রান হিসেবে চাল-১০ কেজি,ডাল(মসুর)- ১ কেজি,আলু-২ কেজি,পেঁয়াজ- ১ কেজি ,সয়াবিন তেল-১ লিটার এবং পবিত্র ঈদ-উল-ফিতর কে সামনে রেখে চিনি -১ কেজি ও ১ প্যাকেট সেমাই এর একটি পুর্নাঙ্গ প্যাকেজ প্রদান করা হয়।
আজ ১৩০ জন নরসুন্দর এবং দুঃস্থ শিল্পীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সাকিব হাসান /ইবি টাইমস