হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্বাস্থবিধি না মানায় ৪১জন কে ১২ হাজার ৫শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ।
সোমবার দুপুরে শায়েস্তাগঞ্জ পৌরএলাকার দাউদনগর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মিনহাজুল ইসলাম।
এ সময় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করা এবং মাস্ক পরিধান না করায় “সংক্রমণ রোগ(প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন), ২০১৮ এর ২৫ (২) ধারা অনুযায়ী ৪১টি মামলায় ১২ হাজার ৫ শ টাকা জরিমানা আদায় করা হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মিনহাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন স্বাস্থ্যবিধিতে সরকার কঠোর অবস্থানে। স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও নিষেধাজ্ঞা অমান্য করলে জেল জরিমানা করা হবে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন র্যাব-৯ শায়েস্তাগঞ্জ সিপিসি-১ এর একটি দল।
মোতাব্বির হোসেন কাজল/ ইবি টাইমস