হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ মাধবপুর উপজেলার সোনাই নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শাহজাহান মুন্সি (২০) কে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি কুমিল্লা দেবীদ্বার উপজেলার বড়শানগড় গ্রামের চানমিয়া ছেলে।
অপরদিকে উপজেলা বহরা ইউনিয়নের কাশিমনগর রেলগেইট এলাকায় অবৈধভাবে বালু বিক্রি দায়ে আবুল কালাম (৩০) কে ৫০হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। তিনি কাশিমপুর এলাকায় রহমত আলী ছেলে।
সোমবার (২৬ এপ্রিল) সকালে ও দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন এই দণ্ডাদেশ দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন জানান, সরকারি নির্দেশ অমান্য করে কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোতাব্বির হোসেন কাজল/ইবি টাইমস