ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,পিরোজপুর : পিরোজপুর জেলা যুবদলের সহ সভাপতি মো. মিজানুল হক লিটনকে তার দলীয় পদ থেকে অব্যহতি প্রদান করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক) কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে গত শনিবার (২৪এপ্রিল)
সন্ধ্যায় এ তথ্য প্রদান করা হয়। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন এ আদেশটি অনুমোদন প্রদান করেন।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মো. মিজানুল হক লিটনকে সংগঠনের স্বার্থ বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকার সুস্পষ্ট প্রমান থাকার
প্রেক্ষিতে জাতীয়তাবাদী যুবদল পিরোজপুর জেলা শাখার সহসভাপতি পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
মো. মিজানুল হক লিটন জেলার নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ছিলেন। তিনি ওই উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মাহমুদকান্দা গ্রামের আব্দুর রাজ্জাক ফকির খোকার ছেলে। তিনি ঢাকায় ব্যবসা করেন।
এ ব্যাপারে অব্যাহতি দেয়া ওই নেতার সাথে কথা হলে তিনি এমন কোন চিঠি পান নি বা কোন তথ্য তার জানা নেই বলে জানান।
এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস