হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার বাহুবলের বালুচরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ অভিযানে ঘটনাস্থল থেকে ৮০০০ ঘনফুট বালু, দুইটি ড্রেজার মেশিন জব্দ করে ৪০০ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা তালুকদার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খৃষ্টফার হিমেল রিছিল উপজেলার বালুচরের খোয়াই নদীর চরে যৌথ অভিযান পরিচালনা করে ওইসব জব্দ করেন। এ অভিযানের টের পেয়ে কয়েকজন বালু শ্রমিক পানিতে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। অভিযানে একদল পুলিশ অংশ নেয়।
এসব তথ্য জানিয়ে ইউএনও স্নিগ্ধা তালুকদার বলেন, পরিবেশ রক্ষায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।
মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস