ডাক্তার হতে চায় সাগর আলী; আর্থিক সঙ্কট স্বপ্ন পূরণে অন্তরায়

ডেস্কঃ মোঃ সাগর আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি গ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান। তার স্বপ্ন ছিল সে ভবিষ্যতে একজন ডাক্তার হবে । সাগর আলী তার স্বপ্নকে পূরণ করতে চলছে। সে এবারে সিরাজগঞ্জের এম মনসুর আলী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে । সে কলেজে ভর্তিও হবে ।

কিন্তু তার দিনমজুর বাবা মোঃ আবু তালেব ও মাতা মোসাঃ লিলি বেগম ছেলের  পড়ালেখার খরচ চালানোর ব্যাপারে হতাশায় ভুগছেন।

আবু তালেব তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সে রানিহাটি বাজারে চট-ছালা বিছিয়ে চাল-খুদ বিক্রি করে ।তার দৈনন্দিন আয় থেকে পরিবারের  ডাল ভাতের ব্যবস্থা হলেও ছেলে সাগর আলীর মেডিকেলে লেখাপড়ার খরচ চালানো তার পক্ষে কোন ভাবেই সম্ভব নয়। ছেলে মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ায় আবু তালেব ও লিলি বেগম অত্যন্ত খুশি হয়েছেন। কিন্তু ছেলের পড়ালেখার খরচ যোগানোর কথা মনে হলেই তারা হতাশ হয়ে পড়ছেন।

তার ছেলে সাগর আলীর স্বপ্ন পূরণের লক্ষ্যে লেখা-পড়ার খরচ চালানোর জন্য স্বহৃদয় ব্যক্তিসহ সরকারি-বেসরকারি সংস্থার মালিকদের এগিয়ে আসার অনুরোধ করেছেন।

যারা মোঃ সাগর আলীর স্বপ্ন পূরণে সাহায্য করতে চান তাদের সাগর আলীর নিজস্ব ০১৭৭৬-৭৯৭৪৬৯ এই বিকাশ ও ০১৭৯৮-৩৯০৫৬৯ রকেট নাম্বারে অথবা মোঃ জালাল উদ্দিন সাংবাদিকের ০১৭১৩-৮২৮৩৫৮ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

ইবি ডেস্ক/আরএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »