খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় ভার্চুয়াল দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্পেন থেকে, বিশেষ প্রতিনিধিঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কুলাউড়ার সাবেক শীর্ষ স্থানীয় ছাত্রদল নেতৃবৃন্দের  উদ্যোগে গত ২০ এপ্রিল বিকেলে কুলাউড়া জাতীয়তাবাদী ফাউন্ডেশন,বহিঃবিশ্বের উদ্যোগে বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও আশু রোগমুক্তি কামনায় ভার্চুয়াল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়া ।

সংগঠনের সভাপতি হাবিবুর রহমান শামীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. এম রওশন আলী (জি.এস রওশন) এবং সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান আতাম যৌথ  পরিচালনায় অনুষ্ঠিত ভার্চুয়াল এই দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা মহান বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম ও শহীদ আরাফাত রহমান  কোকোর রূহের মাগফিরাত কামনা করা হয়।

এছাড়াও দেশে বিদেশ মহামারী করোনা রোগে আক্রান্ত সকলের সুস্থতা কামনা সহ সমগ্র  মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল জালিল ।

এ সময় বিভিন্ন দেশ থেকে দোয়া ও আলোচনা সভায় অংশ নেন, কামাল চৌধুরী (যুক্তরাজ্য) সাহেদ উদ্দিন চৌধুরী (যুক্তরাজ্য),বদরুল ইসলাম (যুক্তরাষ্ট্র),সেলিম আহমেদ (যুক্তরাজ্য),  শফি আহমেদ দিনার (যুক্তরাজ্য),রমিজ উদ্দিন(স্পেন),ইলিয়াছ আমির (আরব আমিরাত), নিজাম উদ্দিন (ফ্রান্স),লিয়াকত আলী দিপু (ফ্রান্স),আরশাদ হোসেন সুমন (পর্তুগাল),মোঃ সাইফুল হক (পর্তুগাল),সৈয়দ তৌকির হাসান (যুক্তরাজ্য),শেখ মিনহাজুর রহমান মামুন (যুক্তরাজ্য),তৌহিদুল আরেফিন রুহেল (যুক্তরাজ্য),সোহেল রানা(আরব আমিরাত),শেখ তাজুদ্দিন তালুকদার (কাতার),সালা উদ্দিন (কাতার),শামছুল বাহার (আরব আমিরাত),সৈয়দ শামছুল ইসলাম (ওমান),তারেক হাসান তালুকদার ও জয়নাল আবেদিন (আরব আমিরাত),  ফাহিম তালুকদার (গ্রীস),মুস্তাকিন মিটু(সৌদি আরব),সৈয়দ আব্দুল কাদির লিটন মিনহাজ তালুকদার (যুক্তরাজ্য) প্রমুখ ।

কুলাউড়া জাতীয়তাবাদী ফাউন্ডেশন বহির্বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা সাবেক ছাত্রনেতাদের ঐক্যবদ্ধ এ প্লাটফর্ম ব্যাপক সাড়া ফেলেছে । তিনটি মূলনীতির ওপর ভিত্তি করে তাদের কার্যক্রম জাতীয়তাবাদী আদর্শের কাছে আগামীদিনের রোল মডেল হিসেবে থাকবে বলে অনেকে মনে করেন।

বকুল খান/ ইবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »