আন্তর্জাতিক ডেস্ক: প্রতিশ্রুতি অনুযায়ী টিকা সরবরাহ করতে না পারায় সুইডিশ ওষুধ প্রস্তুকারক কোম্পানি অ্যাস্ট্রাজেনকার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউয়ের এক কর্মকর্তা জানিয়েছেন ব্রাসেলসে মামলার প্রস্তুতি চলছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের জুনের মধ্যে ইউরোপীয় ইউনিয়নকে ৩০ কোটি ডোজ টিকা দেওয়ার চুক্তি করেছিল অ্যাস্ট্রাজেনকা। সে অনুযায়ী এপ্রিল–জুনের মধ্যেই তাদের ১৮ কোটি ডোজ দেয়ার কথা। তবে কোম্পানিটি জানায়, ইইউকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ সম্ভব হবেনা।
চুক্তি অনুযায়ী টিকা না পাওয়ায় ইউরোপে টিকাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করে আসছে ইইউ।
ইউরোপিয়ান কমিশনের এক মুখপাত্র ইমেইলে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, বিষয়টা হচ্ছে, আমরা কোম্পানিটির দেওয়া আগের প্রতিশ্রুতি অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ ডোজ পাওয়া নিশ্চিতের চেষ্টা করছি। এ জন্য সদস্য রাষ্ট্রগুলোকে নিয়ে আমরা সব বিকল্প খতিয়ে দেখা হচ্ছে।‘
এদিকে, মামলার বিসয়ে এখনও কিছু জানেন না বলে জানিয়েছেন অ্যাস্ট্রাজেনকার মুখপাত্র। ইউরোপীয় কমিশন এবং সদস্য দেশগুলোর সঙ্গে নিয়মিতভাবে আলোচনা চলছে বলেও জানান তিনি।
আ. ডেস্ক/ইবিটাইমস