করোনার লাল জোনেই অবস্থান অস্ট্রিয়ার, মৃত্যু দশ হাজার ছাড়িয়েছে

অস্ট্রিয়ায় করোনায় মৃতের সংখ্যা দশ হাজার ছাঁড়িয়েছে

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার করোনা কমিশন আজ তাদের নিয়মিত সাপ্তাহিক বৈঠকে পুনরায় সমগ্র অস্ট্রিয়াকে অব্যাহত করোনার লাল জোনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। গত কয়েক সপ্তাহ যাবৎ সমগ্র অস্ট্রিয়ায় করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সংক্রমণের বিস্তার অব্যাহত রয়েছে।অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের রাজ্য ভিয়েনা এবং লোয়ার অস্ট্রিয়ায় ২ মে পর্যন্ত কঠোর লকডাউন বলবৎ রয়েছে। অবশ্য আগামী সোমবার ২৬ এপ্রিল থেকে এই দুই রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে।

করোনা কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,করোনার সংক্রমণের বিস্তারের সংখ্যা গত এক সপ্তাহে  একটি উচ্চ স্তরেই রয়ে গেছে। করোনা কমিশন আজ আরও জানায়,করোনার সংক্রমণের বিস্তার বেশিরভাগ ফেডারেল রাজ্যগুলিতে তুলনামূলক কিছুটা হ্রাস পেলেও পশ্চিমের রাজ্যে বিশেষত ভোরারলবার্গে, যা খোলার পর পুনরায় সংক্রমণের বিস্তার কিছুটা বৃদ্ধি পেয়েছে। অস্ট্রিয়ার Tirol রাজ্যেও করোনা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও সংক্রমণের বিস্তার অব্যাহত রয়েছে।

গত এক সপ্তাহে অস্ট্রিয়ার মধ্যে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের রাজ্য বুর্গেনল্যান্ড এবং লোয়ার অস্ট্রিয়াতে। এই দুই রাজ্যে গত এক সপ্তাহে করোনার সংক্রমণের বিস্তার শতকরা ২৬% শতাংশ হ্রাস রেকর্ড করা হয়েছে। উভয় ফেডারেল রাজ্যে সম্প্রতি লকডাউন হয়েছিল, লোয়ার অস্ট্রিয়ায় ভিয়েনার সাথে লকডাউন ২ মে পর্যন্ত চলবে।

অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের রাজ্য বুর্গেনল্যান্ডে বর্তমানে করোনার সংক্রমণ প্রতি ১ লাখ জনপদে ১০০ এর নীচে নেমে এসেছে। করোনার কমিশন বুর্গেনল্যান্ডকে করোনার কমলা জোন ঘোষণার কথা চিন্তাভাবনা করছেন। তবে বুর্গেনল্যান্ডের প্রতিবেশী দুই রাজ্য  ভিয়েনা এবং বুর্গেনল্যান্ডের পরিস্থিতির আশানুরূপ উন্নতি না হওয়ায় বুর্গেনল্যান্ডকে কমলা জোনে ফিরে আসতে আরও সপ্তাহ খানেক সময় লেগে যেতে পারে।

এ দিকে আজ অস্ট্রিয়ার স্বাস্থ্য ও  স্বরাষ্ট্রমন্ত্রালয়ের প্রতিদিনের নিয়মিত করোনা ব্রিফিংয়ে বলা হয়েছে যে,অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০,০০০ হাজার ছাঁড়িয়ে গেছে। অস্ট্রিয়ায় করোনায় আক্রান্ত হয় প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছিল প্রায় ১৪ মাস পূর্বে ২০২০ সালের মার্চ মাসে।ফলে অস্ট্রিয়ায় প্রতি এক লাখ জনপদে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১১২.৬ জন।

জনসংখ্যার আনুপাতিক হারে এই দশ হাজারের মধ্যে সবচেয়ে বেশী মানুষ মৃত্যুবরণ করেছেন দক্ষিণের রাজ্য Steiermark এ। এই রাজ্যে প্রতি এক লাখ জনপদে মৃতের সংখ্যা ১৫৭.১ জন। অন্যান্য রাজ্যে যথাক্রমে Kärnten রাজ্যে ১৩৯.৯ জন,OÖ এ ১১৩.৩ জন এবং ভিয়েনায় প্রতি এক লাখ জনপদে মারা গেছেন ১১১.২ জন। পূর্বাঞ্চলের রাজ্য বুর্গেনল্যান্ডে ১০৮.৩ জন ও লোয়ার অস্ট্রিয়ায় ১০০.৫ জন। Salzburg রাজ্যে প্রতি এক লাখ জনপদে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯.৯ জন। অস্ট্রিয়ার মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে কম মানুষ মৃত্যুবরণ করেছেন পশ্চিমের দুই রাজ্য Tirol ও Vorarlberg এ যথাক্রমে ৮০.৯ জন এবং ৭২.৫ জন।

আজ অস্ট্রিয়ায় করোনায় নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন ২,৪০৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ২৯ জন।

রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ৬৬০ জন। অন্যান্য রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ৪৯০ জন,Steiermark রাজ্যে ৩৯০ জন,NÖ রাজ্যে ২৮৭ জন,Tirol রাজ্যে ২৩২ জন,Vorarlberg রাজ্যে ১৩৮ জন,Salzburg রাজ্যে ৮৯ জন,Kärnten রাজ্যে ৭৭ জন এবং Burgenland রাজ্যে ৪২ জন নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে আজ সমগ্র দেশে করোনার প্রতিষেধক ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৬৬,১৬৩ ডোজ। এই পর্যন্ত করোনার মোট ভ্যাকসিন প্রদান করা হয়েছে ২৬,২৩,৭৬৬ ডোজ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,০২,৪৯৪ জন এবং এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন ১০,০২৬ জন মানুষ। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৫,৬৫,৫১৩ জন মানুষ। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২৬,৯৫৫ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৫২৭ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,৯৪৪ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »