স্পেনঃ শাহজাহান-রিনা চ্যারিটেবিল ফাউন্ডেশনের পরিচালক আলহাজ্ব শাহজাহান হাওলাদার এর নিজ বাসভবন ভোজেশ্বরে প্রবিত্র মাহে রমজানে মাস ব্যাপী ইফতার সামগ্রী প্রদানের কার্যক্রম শুরু হয়েছে ।
এসময় উপস্থিত ছিলেন,ফাউডেশনের অন্যতম পরিচালক এম এম রিনা ও শাহজাহান হাওলাদার । ইতিমধ্যে পাঁচশত শতাধিক দরিদ্র ও বর্তমানে করণায় পরিস্থিতির শিকারদের মাঝে ইফতার সামগ্রী উপহার হিসেবে দেয়া হয়েছে ।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা স্পেন প্রবাসী রাসেল হাওলাদার বলেন,মানবতার কল্যাণে যখনই দুর্যোগময় মুহূর্তে আসবে,আমাদের কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে । “মানবতার কল্যাণ আমাদের অঙ্গীকার” এই শ্লোগানকে ধারণ করে এই সংগঠনটির যাত্রা শুরু করেছে । আমরা প্রত্যাশা করি মানুষ সেবার কল্যাণ কর কাজে সকল বিত্তবানদের এগিয়ে আসবেন ।
গত মাসে রাসেল হাওলাদার ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০ জন সুবিধাবঞ্চিত শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন । এছাড়াও নিজ বাড়িতে স্থানীয় মাদ্রাসার এতিম ছাত্রদের মেহমান হিসাবে আপ্যায়ন করেন প্রতিবছর ফাউন্ডেশন এর পরিচালক এইচ এম রাসেল হাওলাদার । ২০২০ সালে করোনা কালীন۔ সময়ও ত্রাণ সামগ্রী উপহার প্রদান করেন ।
এসময় নড়িয়া উপজেলার কর্মহীন নরসুন্দরদের মাঝেও ত্রাণ সামগ্রীর বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল । উল্লেখ্য,এই এম রাসেল স্পেনের বিভিন্ন সংগঠনের ব্যানারে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন ।
এছাড়াও রাসেল হাওলাদার স্পেনের মূল ধারার রাজনীতির অন্যতম রাজনৈতিক সংগঠন সিউদাদোনোস দলের অন্যতম স্থায়ী সদস্য হিসাবে সক্রিয় ভাবে কাজ করছেন। রাজনৈতিক দলের যোগদানের মূল উদ্দেশই বাংলাদেশকে তুলে ধরা । রাসেল হাওলাদার একজন উদ্যোক্তা হিসেবে ইতিমধ্যে বাংলাদেশ পরিবহন খাতে( ইকবাল এন্টারপ্রাইজ )বিনিয়োগ করেছেন। এতে করে সৃষ্টি হয়েছে বেকার যুবকদের কর্মসংস্থান ।
বকুল খান /ইবি টাইমস