হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে উপজেলার বিভিন্ন স্থানে মোট ১২ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
১৭ এপ্রিল শনিবার স্ব স্ব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪৬ টি মামলায় ১৮ হাজার ৯শ টাকা অর্থদণ্ড প্রদান করেন।একই সাথে স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে জনগণকে সচেতন করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক ইসরাত জাহান। তিনি বলেন, জেলার সকল উপজেলায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ কার্যক্রম চলমান আছে।
মোতাব্বির হোসেন কাজল/ইবি টাইমস