ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার দিনের ১ম অর্ধ্বে ভ্রাম্যমান আদালত মাস্ক ব্যাবহার না করা, সরকারি বিধি-নিষেধ উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ৮ টি মামলায় ৮ জনকে ৬৯০০টাকা জরিমানা করেছে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুমা আক্তার, সায়েম ইমরান, সিফাত বিন সাদেক ও আবু মুছা মোবাইল কোর্ট পরিচালনা করেছেন।
জেলার ৪ টি উপজেলায় উপজেলা নিবার্হী কর্মকর্তা, জেলা সদরের এনডিসিসহ নিবার্হী ম্যাজিষ্ট্রেটগণ গত ১ সপ্তাহে ৪৭ টি মোবাইল কোর্ট পরিচালনাকালে মাস্ক ব্যাবহার না করা ও লকডাউনকালীন বিধিমালা লঙ্ঘন করার দায়ে ২২৩ জনকে দন্ডিত করে ৯৬ হাজার ২শ টাকা জরিমানা করেছে।
বাধন রায়/ ইবি টাইমস