হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে চুনারুঘাট উপজেলায় সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় ।
বিকাল থেকে ৬টা পর্যন্ত বাজারসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবং সর্বাত্মক লন্ডন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে স্বাস্থবিধি না মানায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন- ২০১৮ এর ২৫ (২) ধারায় ০৩টি মামলায় ৩০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জনাব সত্যজিত রায় দাশ, উপজেলা নির্বাহি অফিসার চুনারুঘাট এবং জনাব মিলটন চন্দ্র পাল, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, চুনারুঘাট।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ করার জন্য সকলকে অনুরোধ করেন উপজেলা প্রশাসন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস