লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠান কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে মাস্কবিহীন বাইরে ঘোরাঘুরির কারণে ৬ পথচারীকে জরিমানা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম এর পরিচালনাধীন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার চতলা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে একটি মুদি দোকান কে ৫ শত টাকা, একটি বেকারিকে ১হাজার টাকা ও একটি ফার্মেসীর ২ হাজার টাকা এবং মাস্ক ব্যতিত চলাফেরা করায় ৬ জন পথচারীকেসহ মোট ৫৩০০ টাকা জরিমানা করা হয়।
সালাম সেন্টু /ইবি টাইমস