চরফ্যাসন(ভোলা) : ভোলার চরফ্যাসন উপজেলার ১৫ শ হতদরিদ্র মানুষের মাঝে ১০ টাকা দরে জনপ্রতি ৩০ কেজি চাল বিক্রি করা হয়েছে।
এ মাসের চাল বিক্রির উদ্বোধন করেন,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও জিন্নাগড় ইউপি চেয়ারম্যান মোঃ হোসেন মিয়া।
উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার আছমা বেগম, জিন্নাগড় ইউপি সদস্য মোঃ সুমন মোল্লা, ডিলার দাসকান্দির ডিলার আঃফঃম আরিফ মোল্লা, কাশেমগঞ্জের ডিলার রোবেল এবং কুতুবগঞ্জের ডিলার মোঃ রাজিব সহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিক মাইন উদ্দীন জমাদার। ১০ টাকা কেজি দরে সরকার বছরে ৭ মাস চাল দিয়ে থাকে।
এ এলাকার বিল্লাল বলেন, আমাদেরকে জিন্নাগড় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হোসেন মিয়া বিনা পয়সায় এ কার্ড করিয়ে দিয়েছেন। আমিও মাসে ৩০ কেজি চাল পেয়ে খুবই খুশি।
জামাল মোল্লা/ইবি টাইমস