হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৩ টি মামলায় ১৯ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) বিকালে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও মোঃ মিনহাজুল ইসলাম শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর বাজার, হাসপাতাল সড়ক ও ড্রাইভার বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ।
এ সময় রাস্তায় পণ্যসামগ্রী রেখে গণউপদ্রব সৃষ্টি, স্বাস্থ্যবিধি অনুসরণ না করা, দোকানে মূল্য তালিকা না রাখা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ১৩টি মামলায় ১৯ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
“দণ্ডবিধি, ১৮৬০” এর ২৯১ ধারা, “সংক্রামক রোগ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ “এর (২৫)২ ধারা এবং ” ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” এর ৩৮ ও ৫১ ধারা অনুযায়ী জরিমানা আদায় করা হয়।
র্যার -৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের এর একটি দল ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে।
মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস