লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে মহামারি করোনার মধ্যে স্বাস্থ্যবিধি অমান্য করে খাবার পরিবেশন করার দায়ে দুই খাবার হোটেল কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে মাস্ক পরিধান না করার অপরাধে ১৫জন পথচারীকেও জরিমানা করা হয়েছে। রবিবার (১১ এপ্রিল) বিকেলে লালমোহন বাজারে অভিযান চালিয়ে এসব জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার আল নোমানের পরিচালনাধীন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, লালমোহন বাজারের আরজু হোটেল ও আরাফাত হোটেলে স্বাস্থ্যবিধি অমান্য করে খাবার পরিবেশন করা হচ্ছিল। এ অপরাধে ওই দুই হোটেল কে ৫ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে মাস্কবিহীন বাইরে ঘোরাঘুরির দায়ে আরও ১৫ পথচারীকে মোট ৫হাজার ৮শত টাকা জরিমানা করা হয়।
অভিযান অব্যাহত থাকবে জানিয়ে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান বলেন, করোনার প্রকোপ রোধে ও সরকার কর্তৃক ঘোষিত লকডাউন কার্যকরে বিকেল ৫টায় বাজারের সকল দোকান বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
সালাম সেন্টু/ ইবি টাইমস