কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া দৌলতপুর উপজেলাতে প্রকাশ্যে দিবালোকে সৎ ভাই এর ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন ভাই।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ (রবিবার) সকালে উপজেলার প্রাগপুর ইউনিয়ন জামালপুর উত্তরপাড়া গ্রামের আব্দুস ছাত্তার ওরফে নান্দুর ছেলে ফাহিম হোসেন (৪৫) বাড়ীর পাশে এনামুলের চায়ের দোকানে বসে চা পান করছিলো। এমন সময় তার সৎ ভাই মিলন আচমকা এসে ধারালো হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত হলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এলাকাবাসী জানান,দুই পরিবারের দীর্ঘদিন যাবৎ মিলনেই। পারিবারিক শত্রুতা ও দুই ভাইয়ের মাদক ব্যবসার আধিপত্য বিস্তার কে কেন্দ্র করেও এই হত্যাকান্ড ঘটতে পারে।
পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।
বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম জানান, শরীরে অনেক স্থানে জখমের চিহ্ন আছে তবে গলা কাঁটার জন্যই মৃত্যু হয়েছে। নিহত ফাহিমের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক সহ একাধিক মামলা আছে। পারিবারিক দ্বন্দের কারনে এই হত্যাকান্ড হয়ে থাকতে পারে ধারনা করছেন।
কু প্র /ইবি টাইমস