হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাস্ক না পরায়, সরকারি আইন অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালত পরিচালানা করা হয়েছে।এতে ১০টি মামলায় ৬ হাজার ১শ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মিনহাজুল ইসলাম উপজেলার ব্রাক্ষণডুরা ইউনিয়নের অলিপুর ও পুরাইখলা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করা এবং মাস্ক পরিধান না করায় ব্যবসায়ী,শ্রমিক ও পথচারি কে “সংক্রমণ রোগ(প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন), ২০১৮ এর ২৫ (২) ধারা অনুযায়ী ১০টি মামলায় ৬ হাজার ১শ টাকা জরিমানা করেন।পরে তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরন করেন।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মিনহাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে স্বাস্থ্যবিধি মানতে হবে। প্রতিদিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। জনগন যদি সচেতন না হয় তাহলে করোনা বাড়বেই। জনগনের সচেতনতা বাড়াতে এ অভিযান অব্যহৃত থাকবে।
শায়েস্তাগঞ্জ থানার উপ-পরিদর্শক(এ এসআই) কাউছার মাহমুদ তোরনের নেতৃত্বে পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে।
মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস