কাউখালীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,পিরোজপুর : পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে রিয়াদ হোসেন হাওলাদার (০৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যু রিয়াদ হোসেন হাওলাদার উপজেলার সদর ইউনিয়নের সদর ওয়ার্ডের মাসুম হোসেন হাওলাদারের ছেলে।শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থাণীয় সূত্রে জানা গেছে, ওই শিশুটি এই দিন বিকাল সাড়ে ৫টার দিকে খেলার সময় বাড়ির সামনের কচুবুনিয়া খালে পড়ে যায়। এ সময় তার সাথে থাকা অন্য ছেলেরা তাকে খালের পানিতে ডুবতে ও উঠতে দেখে। পরে তারা ওই শিশুর স্বজনদের খবর দিলে তারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুভ্রত কর্মকার জানান, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতলে নিয়ে আসা হয়েছিলো।

এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »