হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে উপজেলার শহরের হাসপাতাল সড়ক এবং সুতাং বাজারে আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক পরিধান না করায় “সংক্রমণ রোগ(প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন), ২০১৮ এর ২৫ (২) ধারা অনুযায়ী ১০টি মামলায় মোট ১,৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া, জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতন করা হয়। কোর্ট পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিসেট্রট মোঃ মিনহাজুল ইসলাম। পরিদর্শক মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে।
মোতাব্বির হোসেন কাজল/ ইবি টাইমস