চুয়াডাঙ্গা প্রতিনিধি : দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজা সহ সুজন (২৪) নামের একজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর দিক নির্দেশনায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজলের নেতৃত্বে ৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এস আই মোঃ সাইফুল ইসলাম, এস আই শরিফুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে দর্শনা থানাধীন পারকৃষ্ণুপুর সুলতানপুর রোড জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে সুজন কে আটক করে , আটককৃত আসামির নিকট থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত আসামি হলোঃ কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন সুতাইল এলাকার মোঃ আমজাদ হোসেনের ছেলে সুজন।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান কাজল।
সাকিব হাসান/ ইবি টাইমস