হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় ১৬ জনকে ৫ হাজার ৭ শ ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় ৫ টি মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চলছে। জনসচেতনতা বৃদ্ধি করতে এই অভিযান অব্যাহত থাকবে।
মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস