ঝালকাঠি প্রতিনিধি : ৮ ই এপ্রিল সাড়া দেশের ন্যায় ঝালকাঠিতেও ২য় ডোজ ভ্যাকসিন দেয়া শুরু হবে।ঝালকাঠি জেলায় ২য় ডোজের কোভিড-১৯ প্রতিশেধক ভ্যাকসিন ঢাকা থেকে বিশেষ ব্যবস্থায় বুধবার সকাল ১১টায় ঝালকাঠি এসেছে।
জেলা প্রশাসক মো: জোহর আলী সিভিল সার্জন কার্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন গ্রহণ করেন এবং ইপিআই ভবনে বসানো বিশেষ ফ্রিজে সংরক্ষণ করা হয়।
এ সময়ে ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঝালকাঠি জেলায় ১৮ হাজার ব্যাক্তিকে ২য় ডোজ ভ্যাকসিন দেয়ার জন্য ১৮শ এ্যাম্পুল পাঠানো হয়েছে। প্রতিটি এ্যাম্পুলে ১০ জনের জন্য ভ্যাকসিন রয়েছে।
ঝালকাঠি জেলায় ১ম দফায় ২১হাজার ৮শ ৩৩জন ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছে এবং ১৮ হাজার ৫শ ৪৮ জন ভ্যাকসিন নিয়েছে। এর মধ্যে ১২হাজার ২শ ৭জন পুরুষ ও ৬হাজার ৩শ ৪১জন মহিলা রয়েছে।
বাধন রায়/ ইবি টাইমস