চরফ্যাসন(ভোলা): সরকার ৭ দিনের লকডাউন ঘোষনা করলেও মানছে দুলারহাট থানার বাজার ব্যবসায়ীরা।
বুধবার সকালে দুলারহাট বাজার ঘুরে দেখা যায়,দোকান খুলে ব্যবসা পরিচালনা করছেন ব্যবসায়ীরা। কেন দোকান খোলা রেখেছেন,এমন প্রশ্নের উত্তরে একাধিক ব্যবসায়ী জানান, দোকান বন্ধ কর্মচারীদের বেতন দিতে হয়, ঘর ভাড়া দিতে হয়,এ কারনে দোকান খোলা রাখছেন ব্যবসায়ীরা।
দুলারহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম কে বার বার কল করলে ও ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি। সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান৷ খোলা কেন এমন প্রশ্নের জবাবে দুলারহাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মামুন বলেছেন, ব্যবসায়ীদের ব্যবসার অবস্থা ভালো না, কি করবো।
দুলারহাট থানার ওসি মোঃ মোরাদ হোসেন জানান, আমি মিটিং এ আছি। পরে কথা বলবো।
জামাল মোল্লা /ইবি টাইমস