ডেস্ক: বলিউডে একের পর এক তারকা করোনায় আক্রান্ত হচ্ছেন। এবার সেই তালিকায় যোগ হলো ক্যাটরিনা কাইফ। তার একদিন আগেই ‘কথিত প্রেমিক’ ভিকি কৌশলের কোভিড ১৯ পজিটিভ এসেছে। শোনা যাচ্ছে, ভিকির সংস্পর্শেই করোনায় আক্রান্ত হয়েছেন নায়িকা।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে কোভিড আক্রান্ত হওয়ার খবর জানান ক্যাটরিনা। তিনি লিখেছেন, ‘আমি কোভিড ১৯ পজিটিভ হয়েছি। হোম কোয়ারেন্টিনে নিজেকে দ্রুত আইসোলেশনে রেখেছি। চিকিৎসকদের পরামর্শে সব রকম নিয়ম পালন করে চলছি। আমার সংস্পর্শে আসা প্রত্যেকে করোনা পরীক্ষা করিয়ে নিন। সাবধানে থাকুন সবাই। ধন্যবাদ আপনাদের ভালোবাসা ও সহযোগিতার জন্য।
ডেস্ক/ইবিটাইমস/আরএন