ডা.থমাস সিজেকেরেস সমগ্র অস্ট্রিয়াকে পুনরায় লকডাউন ঘোষণার দাবি
ইউরোপ ডেস্কঃ আজ অস্ট্রিয়ার সংবাদ মাধ্যমের সাথে এক সাক্ষাৎকারে মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা.থমাস সিজেকেরেস (Thomas Szekeres) সমগ্র দেশেই করোনার সংক্রমণ পুনরায় বৃদ্ধি পাওয়ায় আবারও সমগ্র দেশে একসাথে লকডাউন ঘোষণার দাবি জানিয়েছেন। তিনি বলেন,করোনার সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে আনতে হলে আঞ্চলিক লকডাউন না দিয়ে দেশের ৯ টি রাজ্যেই একসাথে লকডাউন ঘোষণা করলে সংক্রমণের বিস্তার দ্রুত হ্রাস পাবে…