লকডাউনেও যেন আনলক লালমোহন

লালমোহন প্রতিনিধিঃ দেশে দ্বিতীয় দফায় মহামারি কোভিড-১৯ করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গত ৫ এপ্রিল সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউনে জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো খোলা রাখার নির্দেশনা থাকলেও ভোলা লালমোহনের চিত্রগুলো দেখা গেছে সম্পূর্ণ উল্টো।

মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, লালমোহন বাজারের সকল প্রকারের ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলা, মাক্স পরা ও মাক্সবিহীন ক্রেতা সমাগম পুরো বাজার। ভীড় দেখা গেছে, মাছ বাজার, কাঁচা বাজারসহ নিত্য প্রয়োজনীয় দোকানগুলোতেও। একই চিত্র লক্ষ্য করা গেছে উপজেলার গজারিয়া, কর্তারহাট, হরিগঞ্জ, মঙ্গশিকদারসহ ছোট বড় বাজারগুলোতে।

লালমোহন বাজারের চৌরাস্তা, থানার মোড় এলাকায় যাত্রী পরিবহনের অটো রিক্সা, বোরাক, সিএনজিসহ ছোট ছোট যানগুলোর জট ছিল লক্ষ্মণীয়।

তবে লকডাউন কার্যকর ও মানুষের মাঝে স্বাস্থ্যবিধি রক্ষা এবং মাক্স পরিধানে সতর্ক রাখতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করছে প্রশাসন।

এদিকে মঙ্গলবার সকালে সরকারি নির্দেশনানুযায়ী লকডাউন কার্যকরে ব্যবসায়ীদের কে সচেতন করতে লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলী আহম্মদ বেপারী ও যুগ্ম সম্পাদক হাসনাতুজ্জামান সোহাগের নেতৃত্বে মাঠে নেমেছিল নেতৃবৃন্দরা। এ সময় ব্যবসায়ীদের কে দোকান বন্ধ রাখার নির্দেশ প্রদান ও করোনায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন’র নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ করেন তাঁরা।

এত কিছুর পরও মানুষের মাঝে ফিরছেনা সচেতনতা। সচেতন মানুষের মতে, মাক্স পরা ও মাক্সবিহীন মানুষের অবাধ বিচরণে মনে হচ্ছে যেন লকডাউন আনলক হয়ে গেছে।

লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, কিছু কিছু স্থানে লকডাউন অমান্য করার সংবাদ পাওয়া গেছে। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহোদয় কে অবহিত করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনা (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম বলেন, সরকার কতৃক ঘোষিত ১৮দফা নির্দেশনা নিয়ে ইতোমধ্যে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারদের সাথেও আলোচনা করা হবে।

এছাড়াও যেখানে স্বাস্থ্যবিধি অমান্য হচ্ছে, সেখানে অভিযান চালিয়ে জরিমানা করা হচ্ছে। এসময় লকডাউন কার্যকর ও স্বাস্থ্যবিধি মেনে করোনার প্রকোপ থেকে নিজেদের কে রক্ষার্থে সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন হওয়ার আহবানও জানান এ কর্মকর্তা।

সালাম সেন্টু /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »