পটুয়াখালী প্রতিনিধিঃ করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে পটুয়াখালী জেলা প্রশাসন এবং র্যাব ৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ডা. সিরাজুম মুনীরা কায়ছান এবং মানশ চন্দ্র দাস এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মোঃ রবিউল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সকাল সাড়ে ১০ টা থেকে বেলা ২:৪৫ পর্যন্ত পটুয়াখালী সদর এলাকায় অভিযান পরিচালনা করে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে, ১। মোঃ জাকির হোসেন(২৮), পিতা-মান্নান হাওলাদর, সাং-জৈনকাঠী, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে ১০০/- টাকা, ২। মোঃ নরুল ইসলাম, পিতা-গনি প্যাদা, জৈনকাঠী, থানা-সদর, জেলা-পটুয়খালীকে ২০০/- টাকা, ৩। মোঃ মিরাজ হোসেন(২১), পিতা-জালাল খন্দকার, সাং-বহালগাছিয়া, থানা-সদর, জেলা- পটুয়খালীকে ১০০/- টাকা, ৪। মোঃ সজিব (২১), পিতা-আঃ মান্নান হাওলাদার, সাং-জৈনকাঠী, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে ১০০/- টাকা, ৫। মনিরুল ইসলাম (২৫), পিতা-ইদ্রিস মিয়া, সাং-চৌরাস্তা, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে ১০০/- টাকা, ৬। মোঃ আরিফ (২৮), পিতা-মোঃ শামীম হাওলদার, সাং-চৌরাস্তা, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে ৫,০০০/- টাকা, ৭। মোঃ আনিচ হাওলাদার (৫৮), পিতা-জয়নাল আবেদীন, সাং-বদরপুর, জেলা-পটুয়াখালীকে ২০০/- টাকা, ৮। মোঃ মামুন (২৮), পিতা-মোজাহার মৃধা, সাং-লেবুখালী, থানা-দুমকী, জেলা-পটুয়াখালীকে ২,০০০/- টাকা, ৯। মোঃ শফিকুল ইসলাম(৩৫), পিতা-মৃত আঃ লতিফ হাওলাদার, সাং-বদরপুর, জেলা-পটুয়াখালীকে ৩,০০০/- টাকা, ১০। মোঃ হিজবুল্লাহ (১৮), পিতা-মাসুম বিল্লাহ, সাং-টেংরাখালী, থানা-সদর, জেলা-পটুয়খালীকে ২০০/- টাকা, ১১। কবির হোসেন (৩০), পিতা-আঃ আজিজ, সাং-কার্তিকপাশা, থানা-দুমকী, জেলা- পটুয়াখালীকে ১,০০০/- টাকা, ১২। মোঃ মুছা (২০), পিতা-ওয়ায়দুল হক, সাং-আঠারগাছিয়া, থানা-দুমকী, জেলা-পটুয়াখালীকে ৩০০/- টাকা, ১২। মোঃ ফারুক হোসেন (৫১), পিতা-মৃত তাজেম হাওলাদার, সাং-লেবুখালী, থানা-দুমকী, জেলা-পটুয়াখালীকে ২,০০০/- টাকা, ১৩। মোঃ নাসির (২১), পিতা-মোঃ সুলতান বিশ্বাস, সাং-লেবুখালী, থানা-দুমকী, জেলা-পটুয়াখালীকে ৫,০০০/- টাকা সহ সর্বমোট ১৯,৩০০/- টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন, ২০১৮ এর ২৫(২) ধারা মোতাবেক এই অর্থদন্ড প্রদান করা হয়।
আব্দুস সালাম আরিফ /ইবি টাইমস