পটুয়াখালী প্রতিনিধিঃ লকডাউন প্রত্যাহারের দাবীতে পটুয়াখালী শহরের ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের পুরান বাজার এলাকা থেকে মিছিল টি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্যবসায়ী এবং কর্মচারীদের ক্ষতির বিষয় বিবেচনা করে স্বাস্থ্য বিধি মেনে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দাবী জানান।
বিক্ষোভ মিছিলে শহরের গার্মেন্টস,জুতা,ইলেকট্রনিক যন্ত্রপাতি সহ বিভিন্ন খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
আব্দুস সালাম আরিফ /ইবি টাইমস