হবিগঞ্জপ্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মিনহাজুল ইসলাম পৌর এলাকার দাউদনগর বাজার, ড্রাইভার বাজার ও রেলস্টেশন রোড বাজারে এক অভিযান চালান।
এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলা অবস্তায় পাওয়া যায়। সরকারি আদেশ অমান্য করায় ৯ টি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার।
উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম বলেন এ অভিযান অব্যহৃত থাকবে। সরকারি আদেশ না মানলেই গুনতে হবে জরিমানা। এমনকি জেল ও হতে পারে।
মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস