ভারতের মুম্ভাইয়ের বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার সহ একই ইউনিটের ৪৫ কলাকুশলী কোভিড পজিটিভ সনাক্তে শ্যুটিং বন্ধ
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন,বলিউডে নতুন করে করোনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভারতের চলচ্চিত্র জগতের বর্তমান সময়ের অন্যতম সুপারস্টার নায়ক অক্ষয় কুমার করোনায় পজিটিভ সনাক্ত হয়ে হোম আইসোলেশন আছেন।
তিনি বর্তমানে ‘রাম সেতু’ ছবি নামে একটি নতুন চলচ্চিত্রের শুটিং এ এক বিশাল ইউনিটের সাথে কর্মরত ছিলেন। ছবির আউটডোর শুটিংয়ের জন্য মুম্ভাইয়ের বাহিরে লোকেশনে যাবার কথা ছিল। যাত্রার পূর্বে ইউনিটের ১০০ জনের করোনার পরীক্ষা করা হয়। সংবাদ সংস্থার পিটিআই জানিয়েছেন যে, ইউনিটের ১০০ জনের মধ্যে ৪৫ জনের শরীরে করোনার ভাইরাসের উপস্থিতি সনাক্ত হয়েছে। এর পর পরই দ্রুত ‘রাম সেতু‘ ছবির সকল ছুটিং স্থগিত ঘোষণা করা হয়েছে।
ভারতের জনপ্রিয় পত্রিকা হিন্দুস্থান টাইমস জানিয়েছেন যে,এবার করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছেন নায়ক অক্ষয় কুমার।কোভিড-১৯ আক্রান্ত অভিনেতা অক্ষয় কুমার।
পত্রিকাটি আরও লিখেছেন,করোনার সংক্রমণ থেকে রেহাই পেলেন না এইবার বলিউডের সবচেয়ে ফিট অভিনেতা অক্ষয় কুমার।
তিনি নিজেই নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। এক টুইট বার্তায় “খিলাড়ি” ছবির বিখ্যাত নায়ক অক্ষয় কুমার জানিয়েছেন যে, তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে, আপতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। প্রয়োজনীয় মেডিক্যাল পরামর্শ নিচ্ছেন এই তারকা। পাশাপাশি গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের সকলকে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। অভিনেতা বলেন, ‘আমি আশাবাদী দ্রুত কাজে ফিরব’।
উল্লেখ্য যে,‘রাম সেতু’ ছবির শ্যুটিং সারছিলেন অক্ষয়। গত ৩০শে মার্চ থেকে মুম্বইয়ে এই ছবির শ্যুটিং শুরু হয়েছিল। পরিচালক অভিষেক শর্মার এই ‘রাম সেতু‘ ছবিতে অক্ষয়ের নায়িকা জ্যাকলিন ফার্নান্দিজ ও নুসরত ভারুচা। সমস্ত কোভিড বিধি মেনেই শ্যুটিং চলছিল, তবুও করোনার থেকে রেহাই পেলেন না এই অভিনেতা ও তার ইউনিট।
উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ সম্প্রতি আছড়ে পড়েছে ভারতে। দেশের মধ্যে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতিই সবেচেয়ে বেশী বিপদ্দজনক। একাধিক বলিউড তারকাও করোনার গ্রাসে পড়েছেন। দুদিন আগেই আলিয়া ভাটের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। কার্তিক আরিয়ান, আমির খান, মিলিন্দ সোমানের মতো তারকারা সম্প্রতি কোভিড-১৯ এর দ্বারা সংক্রমিত হয়েছেন।
ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)-এর সভাপতি বিএন তিওয়ারি বলিউডের সংবাদ মাধ্যমকে এই খবর জানিয়ে বলেছেন, “বিষয়টি সত্যিই দুর্ভাগ্যজনক। অক্ষয় কুমার ছাড়াও এক সঙ্গে এতো জনের সংক্রমণ আতঙ্কের পরিবেশ তৈরী করেছে। আক্রান্তদের বেশীর ভাগই জুনিয়র শিল্পী। অক্ষয় কুমারের টিমেরও কয়েক জন আক্রান্ত। ইতিমধ্যেই সবার প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবার বন্দোবস্ত করা হয়েছে। আলাদা চিকিৎসা চলছে মুখ্য অভিনেতারও।”
অক্ষয় কুমার ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে ১৯৬৭ সালের ৯ ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি একদিকে একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব। তার প্রকৃত নাম রাজিব হরি ওম ভাটিয়া। ২৯ বছরের অধিক অভিনয় জীবনে তিনি কয়েক শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং কয়েকটি পুরস্কার অর্জন করেছেন, তন্মধ্যে রয়েছে রুস্তম (২০১৬) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এবং আজনবী (২০০১) ও গরম মসলা (২০০৫) চলচ্চিত্রের জন্য দুটি ফিল্মফেয়ার পুরস্কার। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে আক্কি, খিলাড়ী,হেরা ফেরী এবং ফির হেরা ফেরীও অন্যতম।
তিনি অভিনেত্রী টুইঙ্কল খান্নার স্বামী এবং অভিনেতা রাজেশ খান্না ও অভিনেত্রী ডিম্পল কপাড়িয়ার জামাতা। ভারতীয় চলচ্চিত্র শিল্পে তার অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৮ সালে উইন্ডসর বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করে। ২০০৯ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করে। ২০১১ সালে চলচ্চিত্র শিল্পে তার অনন্য অবদানের জন্য তিনি এশিয়ান অ্যাওয়ার্ডস থেকে সম্মাননা লাভ করেন।
কবির আহমেদ/ ইবি টাইমস