ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে লকডাউনের মধ্যে করোনা বিষয়ক সচেতনতার জন্য প্রচার প্রচারনার পাশাপাশি সরকারী নিদের্শনা না মানা ও মাস্ক ব্যাবহার না করায় চলছে ভ্রাম্যমান আদালতের অভিযান।
সোমবার দু’টি ভ্রাম্যমান আদালত খাবার দোকান, হোটেল রেস্তোরায় এবং মাস্ক ব্যাবহার না করা ব্যাক্তিদের মোবাইল কোর্ট করে জরিমানা করেছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইয়েম ইমরান ও সিফাত বিন সাদেকের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট মাস্ক ব্যাবহার না করায় ১৯ জনকে ৩৩০০টাকা জরিমানা করেছেন এবং আবু মুসা ও মিলন চাকমার নেতৃত্বে অপর একটি মোবাইল কোর্ট হোটেল রেস্তোরায় নিয়ম লঙ্ঘন করার দায়ে নয়টি প্রতিষ্ঠানকে ২২৭০০টাকা জরিমানা করেছেন।
একই সময়ে রেড ক্রিসেন্ট সোসাইটি ঝালকাঠি ইউনিট স্বাস্থ্যবিধি মেনে চলা ও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না্ আসার জন্য প্রচার প্রচারনা চালিয়েছেন।
বাধন রায় /ইবি টাইমস