চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ সাদিকুর রহমান আজ সোমবার ৫ এপ্রিল, ২০২১ তারিখ বেলা সাড়ে ১২:০০ টার সময় চুয়াডাঙ্গা সদরের ভালাইপুর মোড় এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্য বিধি না মানার অপরাধে সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নিমূল) আইনে মোট ৫ জনকে ১৯ শত টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
বিভিন্ন দোকানে স্বাস্থ্য বিধি ও সরকারি দিকনির্দেশনা মেনে চলার জন্য শতর্ক করে দেন। সহযোগিতায় ছিলেন পেশকার সোবহান আলী সহ চুয়াডাঙ্গা সদর
থানা পুলিশের চৌকস দল। জনস্বার্থে এ অভিযান চলতে থাকবে।
সাকিব হাসান/ ইবি টাইমস