ভোলায় স্বাস্থ্যবিধি না মানায় ৮৬ জনের জরিমানা

ভোলা প্রতিনিধিঃ মাস্ক পরিধান ছাড়া জনসমাগমে বের হয়ে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ভোলায় আরো ৮৬ জনকে ৩৯ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। করোনা সংক্রমন রোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও জনসচেতনা সৃষ্টিতে ভ্রাম্যমান আদালত এ জরিমান আদায় করা হয়। এ নিয়ে গত ৪ দিনে জেলায় ৪৮৫ জনকে জরিমানা করা হলো। এছাড়াও বিভিন্ন এলাকায় মাস্ক বিহীন জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করে ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট।

জরিমানা আদায়কৃতদের মধ্যে ভোলা সদর ৫১জন, বোরহানউদ্দিন ৩ জন, তজুমদ্দিন ৮ জন, দৌলতখান ৮ জন ও চরফ্যাশন ১২ জনসহ মোট ৮২ মামলায় ৮৬ জনকে ৩৯,১৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জনসাধারনকে মাস্ক ব্যবহারে সচেতন করা হয় ও জনগনের মাঝে প্রচুর পরিমাণে মাস্ক বিতরণ করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ইউসুফ হাসান এ তথ্য নিশ্চিত করে জানান,  করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি প্রতিপালনে ও অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিষয়ে জেলার ৫ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় অর্থদন্ড প্রদান করা হয়। জনসাধারনকে মাস্ক ব্যবহারে সচেতন করা হয় ও জনগনের মাঝে  মাস্ক বিতরণ করা হয়।

সাব্বির আলম বাবু /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »