ঝালকাঠি প্রতিনিধিঃ “মুজিববর্ষের শপথ নিবো,জাটকা নয় ইলিশ খাবো” এই শ্লোগান নিয়ে ঝালকাঠিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হয়েছে।
৪ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত জেলেদের নদী থেকে জাটকা আহরণ,বাজারজাতকরণ, মজুত ও বিক্রি করা যাবে না।
রবিবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাটকা সংরক্ষণ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন জেলা প্রশাসক মো: জোহর আলী। অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলামের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ স্বাগত বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, জেলা সনাক সভাপতি হেমায়েত উদ্দিন হিমু ও জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি সভাপতি রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক এই সপ্তাহের জাটকা আহরণ বন্ধ রেখে দেশের ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করার জন্য জেলেদের প্রতি আহ্বান জানান।
বাধন রায়/ ইবি টাইমস