অস্ট্রিয়ায় আগামী মঙ্গলবার পুনরায় করোনার পর্যালোচনা বৈঠক

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ মাধ্যমে বলা হয়েছে ইস্টারের ছুটির জন্য আগামীকাল সোমবারের পরিবর্তে মঙ্গলবার পুনরায় করোনার শীর্ষ বৈঠকে বসছেন সরকারের নীতিনির্ধারকরা দেশের অংশীদারদের সাথে।

আজ রবিবার অস্ট্রিয়ায় সংক্রমণ সনাক্ত কিছুটা কমে তিন হাজারের সামান্য নীচে নামলেও রবিবারের তুলনায় এখনও অনেক বেশী। তবে ভিয়েনার স্থানীয় সংবাদ পত্রিকা সমূহ গত সপ্তাহের তুলনায় প্রথমবারের মতো নতুন করোনার সংক্রমণের সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে। অবশ্য এই সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ কয়েকমাসের মধ্যে সবচেয়ে বেশী হয়েছে।

রাজধানী ভিয়েনায় করোনার সংক্রমণ শনিবারের তুলনায় আজ রবিবার প্রায় অর্ধেক নেমে এসেছে।আজ ভিয়েনার হাসপাতালে ও আইসিইউতে রোগীর সংখ্যাও কিছুটা কমেছে। আজ সুস্থ হয়ে হাসপাতালের করোনার সাধারণ ওয়ার্ড ছেড়ে বাড়ি ফিরেছেন ৯৩ জন এবং আইসিইউ থেকে সাধারণ বেডে ফেরত এসেছেন চারজন রোগী।

গত বৃহস্পতিবার ১ লা এপ্রিল থেকে অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের তিনটি রাজ্য ভিয়েনা,লোয়ার অস্ট্রিয়া ও বুর্গেনল্যান্ডে করোনার লকডাউন শুরু হয়েছে। প্রথমে ৬ ই এপ্রিল পর্যন্ত বললেও সেটি এখন আগামী ১১ ই এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ অস্ট্রিয়ার অন্যতম পরিসংখ্যান ও গণিত বিশেষজ্ঞ ভিয়েনা টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিকি পপার রাস্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেছেন,যদি করোনার বিধিনিষেধ এইভাবেই মেনে চলা হয় তাহলে আগামী মাসে অর্থাৎ মে মাসে সংক্রমণের বিস্তার অনেক হ্রাস পেয়ে অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ২,৭৪৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৫ জন।

আজ রাজধানী ভিয়েনায় নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ৫২৮ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৭৬১ জন,OÖ রাজ্যে ৪২৫ জন,Steirmark রাজ্যে ৪০৩ জন, Tirol রাজ্যে ১৭৪ জন,Kärnten রাজ্যে ১৮১ জন,Salzburg রাজ্যে ১১৬ জন,Burgenland রাজ্যে ৭০ জন এবং Vorarlberg রাজ্যে ৬৫ জন নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ অস্ট্রিয়ায় করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে ১৮,৬৪৪ ডোজ। আর এই পর্যন্ত করোনার মোট ভ্যাকসিন প্রদান করা হয়েছে ১৭,৪৮,৮২১ ডোজ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫,৫৮,৭৫৫ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯,৪৪৯ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৫,১২,৬৪২ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৩৬,৬৬৪ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৫৫৪ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২,২১৩ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »