সচেতনতায় আবারও মাঠে নামলো পুলিশ

পটুয়াখালী প্রতিনিধিঃ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় আবারও মাঠে নেমেছে পুলিশ। সাধারণ মানুষকে সচেতন করার পাশপাশি তাদের মাক্স পরিয়ে দেয়া হচ্ছে। বৃহস্পতিবার সকালে পটুয়াখালী শহরের প্রবেশপথ চৌরাস্তায় পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ হ্যান্ড মাইক হাতে মানুষকে স্বাস্থ্য বিধি মেনে চলতে আহবান জানান।

এ সময় যাদের মুখে মাক্স ছিলোনা এমন ব্যক্তিদের মাক্স পরিয়ে দেন। পরে শহরের লঞ্চঘাট, বাসস্টান্ড সহ গুরুত্বপূর্ন এলাকায় এই প্রচার প্রচারনা ও মাক্স বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

এদিকে ১লা এপ্রিল থেকে আগামী ১৫ দিন সমুদ্র সৈকত কুয়াকাটায় সরকল ধরনের পর্যটক এবং ভিজিটরদের প্রবেশ নিষিদ্ধ করার পর পুলিশ বাহিনীর সদস্যরা প্রচার প্রচারনা চালিয়ে পর্যটকদের নিজ নিজ এলাকায় পিরে যাওয়ার জন্য অনুরোধ করছে।

পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ বলেন,‘পুলিশ জনগনের বন্ধু আর সেই বাস্তবতা থেকেই বিগত দিন গুলোতে পুলিশ মানুষকে খাবার পৌছে দিয়েছে, করোনা আক্রান্ত ব্যক্তিদের দাফন কাফনের ব্যবস্থা করেছে। জনগনের যাবতীয় প্রয়োজন মিটিয়েছে। সেই ধারাবাহিকতায় এখনও পুলিশ জনগনের পাশে থাকবে । তবে অনুরোধ আপনার সবাই মাক্স ব্যবহার করুন। সরকার ঘোষিত১৮ দফা নির্দেশনা মেনে চলুন।

আব্দুস সালাম আরিফ/ ইবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »