হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় প্রতারণার শিকার হয়ে আশ্রয় নেয়া লিপি আক্তার (২৮) নামে এক নারীর অবশেষে বাড়ি ফেরা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) মধ্যরাতে বাড়ি ফিরতে এ নারীকে সহায়তা করেছে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকার স্বাধীন স্বেচ্ছাসেবক সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।
এর আগে সংস্থার নেতৃবৃন্দকে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার গুণীপাড়ার শাহাদৎ হোসেনের স্ত্রী লিপি আক্তার জানান, প্রায় ৬ মাস পূর্বে মোবাইল অ্যাপস ইমোতে পরিচয় হয় রাজমিস্ত্রি তৈয়ব আলীর সাথে। তিনি তার ঘরবাড়ি চিনতেন না। শুধু নাম জানতেন। এরপর থেকে তাকে বিয়ের ফলোভন দিয়ে আসছিল সে।
সরল বিশ্বাসে রাজি হয়ে কয়েক দিন আগে তিনি বাড়ি থেকে কাউকে কিছু না বলে শিশু সন্তানকে সাথে নিয়ে হবিগঞ্জে আসেন।
এ কয়েকদিন ধরে বিয়ের ফলোভন দেখিয়ে লিপি আক্তারের কাছ থেকে ১৫ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল হাতিয়ে নেয় প্রতারক তৈয়ব আলী। বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে লিপি আক্তার ও তার শিশু সন্তানকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ রেখে সে পালিয়ে যায়। এ অবস্থায় ঘুরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন বিষয়টি স্বাধীন স্বেচ্ছাসেবক সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোতাব্বির হোসেন কাজলকে জানায়।
তিনি এগিয়ে এসে লিপি আক্তারকে উদ্ধার করেন। তাৎক্ষণিক ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগযোগ করে পরিবারের মোবাইল নাম্বার সংগ্রহ হয়।পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করে স্থানীয়দের কাছ আর্থিক সহায়তা নিয়ে এ নারীর টাঙ্গাইল যাওয়ার ব্যবস্থা করেন সংস্থার নেতৃবৃন্দ। অবশেষে বাড়ি ফিরতে রাত সাড়ে ১১টায় টাঙ্গাইলগামী এ্যাপোলো পরিবহনের বাস যোগে এ নারী রওনা হন।
মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস