নিউজ ডেস্কঃ অষ্ট্রিয়া আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, “মাননীয় প্রধানমন্ত্রী সরকার ঘোষিত সকল আইন কানুন আমরা মেনে চলবো”। করোনা কালীন সময়ে সারা পৃথিবী থমকে দাঁড়িয়েছে। করোনা ভাইরাস এখন আগের তুলনায় আরও ভয়ংকর। সরকারের নতুন ঘোষিত নির্দেশ প্রবাসীরা দেশে গেলে বাধ্যতামুলুক ২ সাপ্তাহ হোটেলে থাকতে হবে এবং তাদের নিজ খরচে।
মাননীয় প্রধানমন্ত্রী একজন প্রবাসী যদি ৪ -৫ সপ্তাহের জন্য দেশে যায় আর দুই সাপ্তাহ নিজ খরচে হোটেলে থাকতে হয় তা হলে সে দেশে তার জরুরি কাজ গুলো কি ভাবে সাড়বে। বরং যে যে দেশ থেকে দেশে যাবে তাদের অবশ্যই করোনা টেষ্ট নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেশে যেতে হবে এবং দুই সাপ্তাহ হোম কোয়ারেন্টিন করলেই হবে বলে আমরা মনে করি।
প্রবাসীদের বেলায় যে আইন বা নির্দেশনা দিয়েছেন এই আইনটি একটু সংশোধন করলে আমরা খুশি হবো। একজন প্রবাসী হিসাবে এটিই আমাদের প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রী। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি,জয় বাংলা।
নি ডে /ইবি টাইমস