চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ পুলিশ সুপারের নির্দেশে আলমডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় শিশু অপহরনের ০৭ঘন্টার মধ্যে শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে অপহৃত শিশু উদ্ধার করা হয়েছে ।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাধীন কলেজপাড়ার কাজী সজিব ৩১ মার্চ ২০২১ইং সন্ধ্যা ০৬:৩০ ঘটিকার সময় আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন যে, তার শিশু পুত্র মোঃ কাজী আঃ আজিজ ফারহান (০৪) বিকাল অনুমান ০৫.১০ ঘটিকার সময় তাদের নিজ বাড়ির সামনে খেলা করার সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা মোটরসাইকেল যোগে অপহরনের উদ্দেশ্য তুলে নিয়ে গিয়েছে।
ঘটনার বিষয় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম কে জানান। পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনায় এবং জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা’র প্রত্যক্ষ নেতৃত্বে এবং মোঃ আলমগীর কবির, অফিসার ইনচার্জ, আলমডাঙ্গা থানা, চুয়াডাঙ্গাসহ পুলিশ পরিদর্শক (তদন্ত) ও পুলিশ পরিদর্শক (অপারেশন) এর সমন্বয়ে আলমডাঙ্গা থানা পুলিশের একটি চৌকশ টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহরনের ০৭ঘন্টার মধ্যে বিরতিহীন শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে অদ্য ০১.০৪.২০২১ ইং তারিখ রাত ০২.৩০ ঘটিকার সময় শিশু অপহরণ চক্রের সাথে জড়িত ০৫(পাঁচ)জন আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আসামী শাওন এর বসত ঘরের মধ্য হইতে আসামী রাশেদার তত্ত্বাবধানে থাকা কালে অপহৃত শিশু মোঃ কাজী আঃ আজিজ ফারহান (০৪) কে উদ্ধার করে।
অপহৃত শিশুটিকে ইনজেকশন পুষ জনিত কারনে অসুস্থ দেখিয়া থানা পুলিশ দ্রুত চিকিৎসার জন্য আলমডাঙ্গা পৌরসভাধীন ফাতেমা ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করে। উল্লেখ্য যে, অভিযান পরিচালনা কালে আসামীদের হেফাজত হইতে অপহরণ কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল এবং ০৭ টি বিভিন্ন মডেলের মোবাইল সেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ (১) মোঃ শাওন (২৪), পিতা-মোঃ মিজানুর রহমান, সাং- আনন্দধাম (হাউসপুর ক্যানেলপাড়া), (২) মোঃ আকাশ (২০), পিতা: মৃত: লুৎফর, মাতা: মোছাঃ আনুরা, সাং-হাউসপুর আনন্দধাম ক্যানেল পাড়া, (৩) মোঃ খোরশেদ (২৫), পিতা: মৃত: আকমল, সাং- আসাননগর, (৪) কাজী সুমন (৩০), পিতা: কাজী লাল, সাং- কলেজ পাড়া, আলমডাঙ্গা পৌরসভা,(৫) রাশেদা (৩৫), স্বামী: মোঃ সেলিম সোলিম, সাং-ইকুরি, থানা: গাংনী, জেলা: মেহেরপুর (এ/পি: সাং-হাউসপুর (আনন্দধাম ক্যানেল পাড়া), সর্ব থানা আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গা ।
উদ্ধারকৃত মালামালঃ(১) একটি মোটরসাইকেল, যাহার রেজিঃ নং- চুয়াডাঙ্গা হ-১২-৬৩৬৮(২) ০৭ টি বিভিন্ন মডেলের মোবাইল সেট।
উদ্ধারের স্থানঃ আলমডাঙ্গা পৌরসভাধীন আনন্দধাম ক্যানেল পাড়াস্থ ০১ নং আসামী মোঃ শাওন (২৪) বসতঘর হতে।
সাকিব হাসান /ইবি টাইমস